মো: আরিফুর রহমানবগুড়া
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মন বেশ খারাপ। তবে তাঁর এই মন খারাপের বিষয়টি অভিনয় বা নিজের পেশার কোনো ব্যাপারে নয়। তাঁর মন খারাপ, আইপিএলের নিলামে নিজের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবে ইরফান পাঠানকে না পাওয়ার বিষয়টি নিয়ে। নিলামে তিনি দলে নিতে পারেননি গতবারের অন্যতম সেরা খেলোয়াড় ইরফান পাঠানকে। এতে বেশ হতাশই হয়েছেন তিনি।
তবে ইরফানকে না পেলেও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে দলে পেয়ে সেই দুঃখ ভোলার চেষ্টায় আছেন প্রীতি।
নিলামে ইরফান পাঠানকে দলে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করেছিলেন প্রীতি জিনতা। ইরফানকে নেওয়ার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের ১৮ লাখ ডলারের নিলামের ডাককে টপকে ১৯ লাখ ডলারে ইরফানকে ছিনিয়ে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। ইরফানকে নিজেদের ঘরে না রাখতে পেরে প্রতিক্রিয়ায় প্রীতি বলেন, ‘ইরফান খুব ভালোমানের একজন খেলোয়াড়। তিনি ভালো মানের একজন সুইং বোলার এবং ভালো ব্যাটসম্যানও বটে।
তাঁর মধ্যে ধৈর্যশীলতার পরিচয়ও মেলে। সর্বোপরি সে আমার প্রিয় খোলোয়াড়দের একজন। সবকিছু মিলে তাঁকে নিজেদের দলে না পাওয়াতে স্বভাবতই আমরা বেশ হতাশ হয়েছি। ’
অপরদিকে গিলক্রিস্ট সম্পর্কে প্রীতি বলেন, ‘তিনি খুব আমুদে খেলোয়াড়। সব সময় খেলোয়াড়দের মনোবল বাড়ানোর কাজে তাঁর জুড়ি নেই।
’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সাবেক এই খেলোয়াড়কে নয় লাখ ডলারে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। টাইমস অব ইন্ডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।