কমলগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া ডাকাতের হামলায় গুরুতর আহত হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই চা বাগান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, গতকাল দিবাগত রাতে বাসযোগে ঢাকা থেকে শ্রীমঙ্গল নেমে রিজার্ভ ১টি মাইক্রোবাসযোগে সরকারী বাসভবনে রওয়ানা দেন। পথিমধ্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউযাছড়া জাতীয় উদ্যানের প্রবেশমুখে বিটিআরআই চা বাগানের সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১২ জনের একটি দল রাস্তায় রড ও রেলের খাম্বা ফেলে ব্যাড়িকেড দিয়ে গাড়ি থামিয়ে তাকে গাড়ী থেকে টেনে বের করে রাস্তায় ফেলে মারধোর করে নগদ ১৭ হাজার টাকা, মোবাইল, স্বর্নের আংটি, হাতঘড়ি ও কাপড়চোপড় ছিনিয়ে নেয়।
পুলিশ হাসপাতালে তাকে দেখতে গেলেও বিকাল পৌনে ৩ টায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘটনা শুনেছি, ওটা আমার জোনে নয়।
উল্লেখ্য গত ৫ এপ্রিল সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত ধরের বাড়িসহ মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর ও বড়লেখা উপজেলায় গত ১ সপ্তাহে ১১টি ডাকাতির ঘটনা ঘটেছে। বড়লেখা উপজেলায় অতিষ্ঠ গ্রামবাসি গত ৪ এপ্রিল জাকির ও শাহাবুদ্দিন নামে ২ ডাকাতকে আটক করে গনপিটুনি শেষে চুন দিয়ে চোখ নষ্ট করে পুলিশে সোপর্দ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।