আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতের কবলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

কমলগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া ডাকাতের হামলায় গুরুতর আহত হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আজ ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই চা বাগান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, গতকাল দিবাগত রাতে বাসযোগে ঢাকা থেকে শ্রীমঙ্গল নেমে রিজার্ভ ১টি মাইক্রোবাসযোগে সরকারী বাসভবনে রওয়ানা দেন। পথিমধ্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউযাছড়া জাতীয় উদ্যানের প্রবেশমুখে বিটিআরআই চা বাগানের সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১২ জনের একটি দল রাস্তায় রড ও রেলের খাম্বা ফেলে ব্যাড়িকেড দিয়ে গাড়ি থামিয়ে তাকে গাড়ী থেকে টেনে বের করে রাস্তায় ফেলে মারধোর করে নগদ ১৭ হাজার টাকা, মোবাইল, স্বর্নের আংটি, হাতঘড়ি ও কাপড়চোপড় ছিনিয়ে নেয়।

পুলিশ হাসপাতালে তাকে দেখতে গেলেও বিকাল পৌনে ৩ টায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এনামুল হক জানান, ঘটনা শুনেছি, ওটা আমার জোনে নয়।

উল্লেখ্য গত ৫ এপ্রিল সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত ধরের বাড়িসহ মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর ও বড়লেখা উপজেলায় গত ১ সপ্তাহে ১১টি ডাকাতির ঘটনা ঘটেছে। বড়লেখা উপজেলায় অতিষ্ঠ গ্রামবাসি গত ৪ এপ্রিল জাকির ও শাহাবুদ্দিন নামে ২ ডাকাতকে আটক করে গনপিটুনি শেষে চুন দিয়ে চোখ নষ্ট করে পুলিশে সোপর্দ করে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.