আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়াকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি

ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে ফের হস্তক্ষেপ করলে তারা 'ঐতিহাসিক ভুল' করবে। ক্রেমলিনপন্থি যোদ্ধারা পূর্বাঞ্চলে বেশ কয়েকটি নগরীতে সরকারি ভবন দখল করে নেওয়ার পর তিনি গতকাল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাসমুসেন রাশিয়াকে ইউক্রেন থেকে হাত গোটানোর আহ্বান জানান। রাসমুসেন প্যারিসে এক সেমিনারে বলেন, 'আমি রাশিয়াকে পিছিয়ে আসার এবং পূর্ব ইউক্রেনে পরিস্থিতি আরও অবনতি না ঘটানোর আহ্বান জানাই।' তিনি বলেন, 'রাশিয়া ইউক্রেনে আরও হস্তক্ষেপ করলে তা হবে ঐতিহাসিক ভুল। এটি রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের ওপর মারাত্দক প্রভাব ফেলবে এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে ফেলবে।' এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্থিতিশীলতা উসকে দেওয়ার অভিযোগ তুলে ক্রেমলিনকে ইউক্রেনের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। উল্টো রাশিয়া গতকাল ইউক্রেনের পূর্বাঞ্চলে কোনো ধরনের বলপ্রয়োগের বিরুদ্ধে ইউক্রেনকে সতর্ক করে দিয়েছে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.