২০১৮ সালের মধ্যে মহাশূন্যে টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠাবে ইরান। বৃহস্পতিবার দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসআরসি'র প্রধান হাসান কারিমি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটি এ পর্যন্ত মহাকাশে ৬টি উপগ্রহ পাঠিয়েছে। তবে সেগুলোর কোনোটিই টেলিযোগাযোগ উপগ্রহ নয়। কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ইরান দেশে তৈরি টেলিযোগাযোগ উপগ্রহ মহাশূন্যে পাঠানোর লক্ষ্যে কাজ করছে। আগের স্যাটেলাইটগুলো মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে। ২০০৯ সালে ইরান প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি উম্মিদ বা আশা উপগ্রহ মহাকাশে পাঠায়। আইআরআইবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।