বকেয়া চাঁদা পরিশোধ না করায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের ভোটাধিকার বাতিল করা হয়েছে।
দেশটি প্রতি বছর ইউনেস্কোকে ৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দেওয়ার কথা থাকলেও গত তিন বছরে কোনো চাঁদা দেয়নি। মূলত ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তহবিল জোগান বন্ধ করে দেয়। ইউনেস্কোর নিয়ম অনুয়ায়ী, গতকাল সকালের মধ্যেই বকেয়া সব চাঁদা পরিশোধ বা চাঁদা বাকি থাকার কারণ সংস্থাটিকে জানানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশটির ভোট দেওয়ার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। এপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।