আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

রাজধানীতে একই দিনে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন মালিবাগে রেলক্রসিং এলাকায় আর একজন কারওয়ান বাজার রেলগেটে। গতকাল দুপুরে মালিবাগে রেল ক্রসিং এলাকায় সালেহা বেগম (৫০) ও মো. মুকুল (৪৫) নিহত হন। কারওয়ান বাজার রেলগেট এলাকায় মো. বেল্লাল নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক হিরু মোল্লা জানান, বিকাল ৪টার দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সালেহা বেগম।

তাকে হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। বিকালে মালিবাগে ট্রেনের ধাক্কায় নির্মাণ শ্রমিক মুকুল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার সহকর্মী ফারুক হোসেন জানান, আমরা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করি। বেলা দেড়টায় মুকুল ট্রেনের ধাক্কায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি।

এদিকে বেল্লাল নামে এক শিশু কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মারা গেছে। শিশুটি এর আগে ট্রেনে কাটায় তার ডান পা হারায়। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সিরাজুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে কাওরান বাজার শুঁটকি পট্টি সংলগ্ন রেল লাইনে শিশুটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.