ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আজ বুধবার উত্তর-পূর্বের চারটি রাজ্যের ছয়টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। রাজ্যগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয় ও নাগাল্যান্ড। মেঘালয় ও অরুণাচলে দুটি ও অন্য দুই রাজ্যে একটি করে আসনে ভোট চলছে।
মিজোরাম রাজ্যেও আজ ভোট নেওয়ার কথা ছিল। তবে উদ্বাস্তু ব্রু সম্প্রদায়কে ভোটের সুযোগ দেওয়া নিয়ে রাজ্যজুড়ে বনধের (হরতাল) ডাক দেওয়ায় রাজ্যটিতে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে ১১ এপ্রিল ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব নরেন্দ্র এন ভুতোলিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।