পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বাজারে আজ বুধবার বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন।
দেশটির পুলিশ ও হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চলাকালে এ হামলার ঘটনা ঘটল।
স্থানীয় সময় সকাল আটটার দিকে ফল ও সবজির পাইকারি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
শত শত ক্রেতা-বিক্রেতা কেনাবেচার জন্য এ সময় বাজারে ছিলেন।
২০০৮ সালে ম্যারিয়টে বোমা হামলার ঘটনার পর পাকিস্তানের রাজধানীতে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। এ হামলাটি এমন সময়ে ঘটল, যখন দেশটির সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সহিংসতা বন্ধের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে এ আলোচনা শুরু হলেও একের পর এক হামলার ঘটনায় আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র আয়েশা ইসানি ইসলামাবাদে বলেন, ‘হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে।
’ আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তেহজাব হুসেইন জানান, হামলার খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গেছে এবং তথ্য সংগ্রহ শুরু করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।