আমাদের কথা খুঁজে নিন

   

'মাদক চোরাচালানে বিজিবি জিরো টলারেন্স দেখাবে'

বিজিবির মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসপি.জি বলেছেন, মাদক চোরাচালানে বিজিবি জিরো টলারেন্স দেখাবে। মাদক চোরাচালানের সঙ্গে বিজিবির কোনো সদস্যের কোনো ধরনের সম্পৃক্ততার প্রমান পেলে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হবে।

আজ সকাল ১০টায় সাতক্ষীরা ৩৮ বিজিবি'র আয়োজনে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংশর আগে এক সমাবশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, বিশাল এ সীমান্তে বিজিবির একার পক্ষে চোরাচালান দমন করা সম্ভব হবেনা। এক্ষেত্রে জনগন ও সিভিল প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। ভারত সীমান্তের মত বাংলাদেশ সীমান্ত জুড়ে পিচঢালা রাস্তা নির্মান করা গেলে চোরাচালান দমনে তা অনেকটা সহায়ক হবে। এজন্য তিনি ইতিমধ্যে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে যাচ্ছেন।

সমাবেশে বিজিবি'র খুলনা সেক্টরের কমান্ডার কর্ণেল এবিএম মিজানুর রহমান, বিজিবি যশোর জোনের এরিয়া কমান্ডার কর্ণেল শামস, সাতক্ষীরা ৩৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল শাহজান সিরাজ, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.