আমাদের কথা খুঁজে নিন

   

“বারংবার”

বারংবার জল হয়ে ফিরে আসো
কেমন করে জান আমার দু’নয়ন এতোটা তৃষ্ণার্ত?
বারংবার স্মৃতির ঝড় হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো একটু গুছিয়ে চাইছি হতে ধাতস্থ?
বারংবার সুনামি হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো চাইছি আমার উপকূল হোক একটু সুবিন্যাস্ত?
বারংবার সাইমুম হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো ধূসরতা ঝেড়ে চাইছি হতে একটু কেতাদুরস্ত?


বারংবার রাজসাক্ষী হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো অতীত অস্বীকার করে চাইছি নয়া জীবনের উদ্বোধন?
বারংবার আমমোক্তারনামা নিয়ে ফিরে আসো
কেমন করে বুঝো চাইছি তোমার অধিকার করিতে অবলোপন?
বারংবার প্রাচীর হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো আমি চাইছি এই নির্বাসন মুক্তি?
বারংবার শরাবের নেশা হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো আমি চাইছি কেটে যাক মোহ আসক্তি?

বারংবার দাবানল হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো চাইছি আমার অর্ধ মৃত শিকড়ে জাগুক নয়া কুঁড়ি?
বারংবার নাগিনী হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো নীল বেদনা ঝেড়ে চাইছি একটু প্রশান্তির বারি?
বারংবার মহাজন হয়ে ফিরে আসো
কেমন করে বুঝো চাইছি একটু দুশ্চিন্তামুক্ত বিরামহীন নিদ্রা?
বারংবার কাঁটা হয়ে চলার পথে ফিরে আসো
কেমন করে বুঝো চাইছি বলিষ্ঠ পদ মুদ্রা?

তুমি বারংবার ফিরে আসো আমার অবচেতনে
যখনি চেয়েছি তুমি ছাড়া আমার অবাধ্য জীবন।
ঠিক তখনি বারংবার ফিরে আসো তুমি
যখনি চেয়েছি তুমি ছাড়া আমার মুক্ত চেতন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।