পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
"স্বর্নালী শৈশব"
আমার শৈশবের কাঁচা মাটির ঘর
আর তাল পাতার ছউনি বেড়াগুলো
মিশে আছে হৃদয়ের ছোট্ট কুটিরে।
মিচমিচে গাঢ় অন্ধকারে ও যাকে পাই খুঁজে,
সেই নিভৃত পল্লীর কোলে ঠাই যেন মোর মেলে।
নাহি কোন সংশয় চিত্তে আমার,
সবই যে করুনা হে প্রভু তোমার।
মিষ্টি সে রোদেলা স্বপ্ন আকাঁ,
বাঁকা পথের বালুচরে,
মিষ্টি হাওয়ায় প্রান দোলে আজও,
ভালবাসার সৌরভ ভরে।
মিষ্টি ভাষার মধুর কন্ঠে,
প্রকৃতি গান গায়;
ঘোমটা পরা গাঁেয়র বধুর
নুপুর দোলানো পায় ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।