মঙ্গলবার অস্ট্রেলীয় জাহাজ ওশেন শিল্ড দুবার ওই সঙ্কেত শনাক্ত করেছে বলে বুধবার জানিয়েছেন তল্লাশি অভিযান সমন্বয়কারী কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আঙ্গ্যাস হিউস্টন।
এ নিয়ে গত কয়েকদিনে ভারত মহাসাগরের নির্দিষ্ট তল্লাশি এলাকা থেকে চারটি `পিং’ সঙ্কেত শনাক্ত করল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর `টওড পিঙ্গার লোকেটর’ (টিপিএল) যুক্ত ওশেন শিল্ড।
ওই `পিং’ শব্দ সঙ্কেতটি নিখোঁজ মালয়েশীয় বিমানের ব্ল্যাকবক্সে লাগানো অবস্থান জানান দেয়া যন্ত্র বেকন লোকেটর থেকে আসছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন `পিং’ শনাক্ত করার সংবাদটি ঘোষণার সময় হিউস্টনের কণ্ঠস্বরে আশাবাদ প্রকাশ পাচ্ছিল। তবে ভারত মহাসাগরের তল্লাশি অঞ্চলের ব্যাপকতা উল্লেখ করে বেশি আশাবাদের বিষয়ে সতর্ক থাকার কথা উচ্চারণ করেছেন তিনি।
পার্থে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিশ্বাস, ঠিক জায়গাটিতেই অনুসন্ধান চালাচ্ছি আমরা। তবে নিশ্চিত হওয়ার আগে আমাদের বিমানের ধ্বংসাবশেষ চাক্ষুসভাবে শনাক্ত করে বলতে হবে, এ জায়গাটিই এমএইচ৩৭০ শেষ গন্তব্য। ”
“খুব শিগগিরই আমরা বিমানটি বা বিমানের অবশেষ খুঁজে পাব এ বিষয়ে আমি এখন আশাবাদী,” বলেন তিনি।
ব্ল্যাকবক্সটি খুঁজে পাওয়া গেলে ককপিট ও বিমান চলাচল সংক্রান্ত ধারণকৃত তথ্য থেকে বিমানটির ঠিক কী হয়েছিল সেই উত্তরটি খুঁজে পাওয়া যাবে।
৮ মার্চ মধ্যরাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং কোম্পানি নির্মিত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়।
তদন্তকারীদের ধারণা, বিমানটির আরোহীদের মধ্যে বিমানচালনা বিষয়ে দক্ষ কেউ বিমানটিকে তার গন্তব্য থেকে সম্পূর্ণ ঘুরিয়ে উল্টো দিকে মালয় উপদ্বীপ পেরিয়ে ভারত মহাসাগরের দিকে নিয়ে যায়। বিমানের জ্বালানি না ফুরানো পর্যন্ত চালিয়ে যাওয়া বিমানটি অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরের কোনো একটি এলাকার জলরাশিতে বিধ্বস্ত হয়ে তালিয়ে যায়।
তবে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে কোনো কিছু হওয়ার সম্ভাবনাকেও বাতিল করে দেননি তারা।
এদিকে, ব্ল্যাকবক্সের বেকন লোকেটরেরে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এটি “পিং” সঙ্কেত পাঠানো বন্ধ করে দেবে। সাধারণত ওই ব্যাটারির চার্জ ৩০ দিন স্থায়ী হয়।
বিমান নিখোঁজ হওয়ার পর ইতোমধ্যেই ৩০ দিন পার হয়ে গেছে।
তাই যে কোনো সময় ওই সঙ্কেত আসা বন্ধ হয়ে যেতে পারে। আর তা হলে নতুন সমস্যা দেখা দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব লোকেটরের অবস্থান জানার চেষ্টা করছেন অনুসন্ধানকারীরা।
প্রথম দুবার সঙ্কেত পাওয়ার পর আর কোনো সঙ্কেত পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছিল।
পরে মঙ্গলবার বিকেলে আবার ‘পিং’ সঙ্কেত শনাক্ত হয় যা পরবর্তী ৫ মিনিট ২৫ সেকেন্ড স্থায়ী হয়। এরপর একইদিন আবার রাতে সাত মিনিট ধরে সঙ্কেতটি শনাক্ত করা হয়।
সঙ্কেত শানাক্ত করার মাধ্যমে উন্মুক্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা তল্লাশি এলাকা সীমিত করে আনার চেষ্টা করছেন অনুসন্ধানকারীরা। হয়তো শিগগিরই তারা তাদের প্রচেষ্টার ফল দেখতে পাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।