বিমানবন্দরেই সাংবাদিকদের জয়াবর্ধনে বলেন, “আমি খুবই হতাশ হয়েছি। আমাদের অবসর নিয়ে আমরা সংবাদমাধ্যমে কি বললাম, সেটা না জেনেই বোর্ড সেক্রেটারি আমাদের নিয়ে সংবাদমাধ্যমের নানা কথা বললেন। ”
এখানেই থামেননি জয়াবর্ধনে, “দায়িত্বশীল হয়ে থাকলে উনি এই কাজটা করতে পারেন না। ওনার প্রথমে আমাদের কাছ থেকে জানা উচিত ছিল, আমরা কী ঘোষণা দিয়েছি। ”
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা বসেই একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানান সাঙ্গাকারা।
আর জয়াবর্ধনে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঢাকায় পা রাখার পর।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গার দাবি, জয়াবর্ধনে আর সাঙ্গাকারার অবসর নিয়ে তিনি কোনো কথা বলেননি।
কাউকে কিছু না জানিয়ে এ দুজনের হঠাৎ অবসরে এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া। তবে জয়াববর্ধনে ও সাঙ্গাকারার সঙ্গে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির আগেই সমাধান হয়েছে।
দুই ক্রিকেটার মনে করেন, তাদের কথার সূত্র ধরেই গণমাধ্যমগুলো বিভিন্নভাবে অবসরের ঘোষণা নিয়ে লিখেছে।
আর গণমাধ্যমের প্রতিবেদনগুলোর ভিত্তিতেই মন্তব্য করেছেন বোর্ড কর্মকর্তারা। অথচ তাদের প্রথমেই উচিত ছিল সরাসরি জয়াবর্ধনে ও সাঙ্গাকারার সঙ্গে কথা বলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।