বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপক্ষ এ আবেদন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক আইনজীবী জানিয়েছেন, চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের আদালতে এ আবেদনটি করা হয়েছে।
গত ৭ এপ্রিল অবরোধের সময় মালিবাগ চৌধুরীপাড়ায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় রমনা থানার দায়ের করা একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জামিনের ফলে তিনি এখন বাহিরে আছেন।
এক আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এর আগে গত ৩ এপ্রিল শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।