বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো বিচার হয় না বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানিয়ে দেয়া বক্তব্যে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “হিন্দুরা নীরবে নিভৃতে চলে যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নাহলে মহাসংকটে পরিণত হবে। ”
আদমশুমারির বরাত দিয়ে সুরঞ্জিত বলেন, ১৯৭৪ সালে মোট জনসংখ্যার ১৩ দশমিক পাঁচ ভাগ হিন্দু ছিল।
১৯৮১ সালে তা নেমে দাঁড়ায় ১২ দশমিক এক ভাগে এবং ২০০১ সালে তা আট দশমিক পাঁচ ভাগে নেমেছে।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর উদ্ধৃত করে তিনি বলেন, “সংখ্যালঘুদের ওপর হামলার এবং সম্পত্তি দখলের একটি ঘটনারও বিচার হয়নি। ”
দলের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, “এই সরকারকে কাজ করতে দিতে হবে। সংবিধানসম্মতভাবে সরকারকে কাজ করতে দিতে হবে।
“প্রজাতন্ত্রের মন্ত্রী ও কর্মচারীদের মধ্যে সদ্ভাব থাকতে হবে”, যোগ করেন সুরঞ্জিত।
‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি ছিলেন’ এবং ‘বঙ্গবন্ধু অবৈধ প্রধানমন্ত্রী’- তারেক রহমানের এই দুটি বক্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে করেন তিনি।
“বিষয়টি আমার কাছে অতো সহজ মনে হচ্ছে না। শুধু রাজনৈতিক আস্ফালন মনে হচ্ছে না। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। অনেকে আছেন, যারা আইন ব্যবসা করেন- তারাও সমর্থন করছেন।
”
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।