প্রত্যুষে তোলো ঝঙ্কার
হও আগ্নেয়গিরি দুর্বার
তোলো হুংকার হও নির্ভার
কান্ডারী হও তুমি হুঁশিয়ার
জাগিছে মানুষ এই প্রভাতে
আলো জ্বালিয়াছে দেখো শেষ রাতে
পথ ভেঙ্গে ভেঙ্গে আগুয়ান যারা
পদপিষ্ট যতো হাড়-হাভাতে
ভাঙ্গি শৃংখল করিবে যুদ্ধ
জালিম হইবে অবরূদ্ধ
করিবে উল্লাস শোষকের পরাজয়ে
মজলুম হইবে মুগ্ধ
অতিবেগে মোর তরী গতি পাবে
সর্তক রাত্রি প্রহরী
বারুদ ঠাসিয়া বষর্ণে গুলি
জাগাইবে সুর লহরী
যেদিন যবে ফিরিবে সৈনিক
হইবে ন্যায়ের কাঙাল
আশায় থাকো কান্ডারী মোর
বিশ্বজয় করিবে বাঙাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।