আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যাও , কান্ডারী !

পরিবর্তনের জন্য লেখালেখি

এগিয়ে যাও , কান্ডারী ! তোমার জন্য চাইবো না কোন শান্ত সরোবর । বিক্ষুব্ধ তুফানের মুখে যে দাঁড়ায় স্মীতহাস্যে অটল তাকে আর সাধবো কেন কোন নিরাপদ চর! আগাও কমরেড! তোমার জন্য চাইবো না কোন সুখ জাগানিয়া ভোর । ঐ চক্ষু তারায় অগ্নিক্ষুধা তৃষিত দুর্দমের উন্মত্ত বঞ্চনাকে তুমি দেবে না কবর? পিছু ফিরো না , সহযোদ্ধা ! যে জীবনের পৃথিবী নিষ্ক্রিয় দর্শক, সে তোমার যাপিত অন্ধকার । যে আর্তনাদে পৃথিবী নিরব ঘুমন্ত , সে যুদ্ধক্ষেত্র তোমার । তোমার জন্য শান্তি চাইবো কেন? যখন জানি , আমার এক একটি শিশুর জীবন, নিরাপত্তা , বিকাশ নিশ্চিত না করে তুমি ফিরবে না ঘরে । তোমার জন্য স্থিতি চাইবো কেন? যখন জানি , পৃথিবীর প্রতিটি জন্ম, সূর্যমূখীর মত প্রত্যাশিত সুন্দর না হলে তুমি যাবে না অবসরে ! তাই, কামনা শুধু সাফল্যের । তাই , উপহার শুধু আগামীর । তাই কৃতজ্ঞতা - তোমার না বলা বানীর! কারন , তোমার নিরবতায়ও থাকে কিছু পাথেয় আমার । দেখা হবে , বন্ধু ! সংগ্রামী মানুষের মিছিলে । প্রত্যয়ী স্বপ্নের কারিগর আবার , দেখা হবে, সবার জন্য সমান আকাশের নীলে! ১৯ জানুয়ারী ২০০৭ ঢাকা [উৎসর্গ ঃ ব্লগের সকল টাংকিবাজ বন্ধু আর বাংলার দামাল ছেলে গুলোর জন্য যারা খুব সহজে ভুল বোঝে আর পাগলের মত ভালোবাসে , নিজের দেশ মাতৃকার শিশু গুলোকে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.