আমাদের কথা খুঁজে নিন

   

জাতির কান্ডারী ও তাদের মানবতার গল্প

মোঃ রাইসুল করিম রিয়াদ গত দুই দিন ফেইসবুকে সবার স্ট্যাটাস খুব ভালো ভাবে লক্ষ করলাম আর খুজলাম । না, পেলাম না । ব্যতিক্রম দুই একটা ছাড়া । হায় রে আমার মানব দরদী , জাতির কান্ডারী , জাগ্রত বিবেক, মুক্তমনারা আপনারা কোথায় ? রামুর ঘটনায় আপনাদের বুক ফাটানো স্ট্যাটাস দেখলাম , মানবতার দাবী শুনলাম , সম্প্রীতির কথা শুনলাম । হাজার হাজার নিন্দা ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখলাম ।

প্রেসক্লাবের সামনে মানব বন্ধন, সংবাদ সম্মেলন সহ কত কত বানী শুনলাম । অথচ সেই সমস্ত মানব দরদী জাতির কান্ডারী , জাগ্রত বিবেক, মুক্তমনারা এখন কি করছে ? কই তাদের তো একটা স্ট্যাটাসেও তো চট্রগ্রামে ভয়াবহ ঝড়ে নিহত ব্যাক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখলাম না । আপনারা কই ? আপনারা টিম করে রামুতে যেতে পারেন অথচ অসহায় দূর্দশাগ্রস্থ ঝড়ে ক্ষতিগ্রস্থদের তো কোন সাহায্য পাঠালেন না ? তাদের বেশীর ভাগ মাঝি বলে কি সামান্য সহর্মীতা পাওয়ার অধিকারও নেই ? মানিক বন্দ্যেপাধ্যায় তার অমর কীর্তি “পদ্মা নদীর মাঝি” উপন্যাসে ঠিকই লিখেছিলেন “ দিন কাটিয়া যায় জীবন অতিবাহিত হয় । ৠতুচক্রে সময় পাক খায়, পদ্মার ভাঙ্গন ধরা তীরে মাটি ধ্বসিতে থাকে, পদ্মার বুকে জল ভেদ করিয়া জেগে উঠে চর, অর্ধ শ্বতাব্দীর বির্স্তীণ চর পদ্মার জলে আবার ‍বিলীন হইয়া যায় । জেলে পাড়ার ঘরে শিশুর ক্রন্দন কোন দিন বন্ধ হয় না ।

ক্ষুধার্তষ্ঞার দেবতা, হাসি কান্নার দেবতা, অণ্ধকার আত্মার দেবতা ইহাদের পুজা কোনদিন সাঙ্গ হয় না । এ-দিক গ্রামের ব্রাম্মন ও ব্রাম্মণেতর ভদ্রমানুষ গুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখি । ওদিকে প্রকৃতির কাল বৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায় । বর্ষার জল ঘরে ঢোকে , শীতের আঘাত হাড়ে গিয়া বাজে কনকন । আসে রোগ, আসে শোক ।

” নাকি আপনাদের কলম শুধু ধর্মকেই বলির পাঠা বানাতে প্রস্তুত ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.