আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদা চৌধুরী- আরো এক বাংলাদেশী ব্রিটেনের স্থানীয় সংস্থার নির্বাচনে প্রার্থী (ভিডিও)

সাঈদা চৌধুরী- আরো এক বাংলাদেশী ব্রিটেনের স্থানীয় সংস্থার নির্বাচনে প্রার্থী (ভিডিও)

সৈয়দ শাহ সেলিম আহমেদ-লন্ডন থেকে

ব্রিটেনের বুকে প্রবাসী বাংলাদেশীরা একের পর এক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সমাজসেবা ও রন্ধন শিল্প ছাড়িয়ে এখন মেইনষ্ট্রীম রাজনীতির মধ্য দিয়ে মিডিয়া, বিজ্ঞান, গবেষণা নানা পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। রোশনারা আলী এমপি, টিউলিপ সিদ্দিকী, ডঃ রুপা হক, কনি হক, মীনা রহমানের পর এবার স্থানীয় সংস্থার নির্বাচনে লড়ছেন সাঈদা চৌধুরী।

সাঈদা চৌধুরী টাওয়ার হ্যামলেটস বারার মিডিয়া পাড়ায় এক পরিচিত মুখ। কমিউনিটির নানা সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে।

আছেন ব্রিটেনের জনপ্রিয় বাংলা রেডিও বেতার বাংলা ও বাংলা টিভির অনুষ্ঠান পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত।

বেতার বাংলায় আজকের দুপুরে এমডি নাজিম চৌধুরীর কক্ষে সাঈদা চৌধুরীর সাথে সাক্ষাত। সহাস্যে কুশল বিনিময়, তাৎক্ষণিক নির্বাচনী ক্যাম্পেইন, হাতে লিফলেট। বললেন টাওয়ার হ্যামলেটস বারার সবচাইতে আলোচিত মেয়র লুতফুর রহমানের টিমের হয়ে তিনি ব্রোমলি সাউথ একটন থেকে লড়ছেন। নিজের জন্য ভোট চাওয়ার সাথে সাথেই লুতফুর রহমানের পুরো টিমের জন্যেও চাইলেন।

জানালেন লুতফুর রহমানের টিমের কাজের ফিরিস্তি। বিবিসির প্যানোরামার প্রচারণা লুতফুর রহমানের টিমের প্রচার ও বিজয়ে কোন বাধা হবেনা বলে তার বিশ্বাস। কারণ লুতফুর রহমান জনগণের জন্যে কাজ করেছেন-দাবী সাঈদা চৌধুরীর।

সিলেটের এই প্রাণচঞ্চল মেয়ে সাঈদা চৌধুরী বললেন, কমিউনিটির জনগণের কাছে ভোট প্রার্থনা ও দোয়া চাইলেন। বললেন বিপদে-আপদে, সুখে-দুঃখে যাদেরকে টাওয়ার হ্যামলেটসের জনগণ সব সময় কাছে পেয়েছেন অতীতে, আগামীতেও পাবেন তাদেরকে-সেজন্য টাওয়ার হ্যামলেটসের জনগণ বাংলাদেশীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ভোটের মধ্যদিয়ে ব্যালটের রায়ের মাধ্যমে জবাব দিবেন বলে তিনি আশা প্রকাশ করেন।



ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=bTUY9x8XMdo

salim932@googlemail.com
10th April 2014,London.।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।