আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত
View this link
''ব্রিটেনে প্রথম মুসলিম মন্ত্রী সাঈদা ওয়ারসি '' শিরোনামে আজকে প্রথম আলোয় ''সারাবিশ্ব'' পাতায় একটি শিরোনাম দিয়েছে। তাহলে এর আগে গত লেবার সরকারের মন্ত্রী শাহিদ মালিক এবং সাদিক খান কে ভুলে যেতে হবে?
আসলে সাঈদা ওয়ারসি প্রথম মুসলিম মহিলা যিনি মন্ত্রি হয়েছেন।
প্রথম আলো নিজেদের খবরের গুরুত্ব বাড়াতে এরকম হেরফের হামেশাই করে। যদিও ভেতরে সঠিক লিখেছে কিন্তু শিরোনামটিকে একটু ভারি করার জন্য এই ছুরি চালানো।
এমনিতেই আমাদের সব পত্রিকাই বিদেশি খবর আগের দিনের বিবিসি সিএনএন থেকে কপি করে।
কপি করাটা দোষের না কিন্তু এরা তা করে একদিন পরে। খবরটি বাসি হওয়ার পর।
এমনিতেই প্রথম আলোতে সারা দেশের সব খবর পাওয়া যায়না। বেছে বেছে কিছু খবর তারা প্রকাশ করে।
প্রকাশের প্রথম দিন থেকেই প্রথম আলো পড়ি।
মনে হত খুবই আধুনিক ও যুগোপযোগি। চাকচিক্যের ভেতরে যে এত কালো তা আগে বুঝিনি। তবে কমিউনিস্টের হাতে সম্রাজ্যবাদের ঝান্ডা এই নতুন নয়।
তাই আমি প্রথম আলো পড়া ইদানিং বাদ দিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।