আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী ক্যাথলিন সিবালিয়াস পদত্যাগ করছেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।

 

প্রেসিডেন্ট ওবামার বহুল আলোচিত-সমালোচিত স্বাস্থ্যবিষয়ক আইনটির কারণে সৃষ্ট জটিল পরিস্থিতির প্রেক্ষিতে তার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।ওবামার সমর্থক গোষ্ঠী এই আইনটিকে অভ্যন্তরীণভাবে অন্যতম প্রধান অর্জন বলে স্বাগত জানালেও এটি প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

 

২০০৯ সালে ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের সময় থেকেই সিবালিয়াস দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এদিকে, দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওবামা সিলভিয়া বুরওয়েলকে নতুন স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ দিতে যাচ্ছেন। সিলভিয়া বর্তমানে বাজেট পরিচালক হিসেবে কর্মরত।পদত্যাগের ব্যাপারে সিবালিয়াস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.