দূর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্বসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং দূর্নীতির মামলা আদালত আমলে নেয়ায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু সাঈদকে মন্ত্রনালয়ের এক চিঠিতে সাময়িকভাবে বরখাসত্ম করা হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর চিঠি প্রাপ্তির কথা স্বীকার বলেন, ২ এপ্রিল স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চিঠিটি ইস্যু করা হয়েছে। ৯ এপ্রিল চিঠিটি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার চিঠি দিয়ে আগামী ৩দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য বরখাস্তকৃত চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগষ্ট ২০ বসত্মা ভিজিডি'র চাল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল হোসেন সেগুলো জব্দ করেন। পরে এ ঘটনার তদন্ত শেষে উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় তিনি বেশ কয়েকদিন হাজতবাসও করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।