ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হিদাডাঙ্গা গ্রামের কৃষক ফায়েক শরীফ হত্যা মামলার সন্দেহভাজন আসামী মো. রেজাউল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে আলফাডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম নুরুল মোল্লা। রেজাউল নিহত ফায়েক শরীফের স্ত্রীর মেঝো ভাই।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ফায়েক হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায়। সেগুলো যাচাই-বাছাই শেষে গতকাল রেজাউলকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের সঙ্গে কারা কিভাবে জড়িত তা তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগষ্ট রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ফায়েক শরীফ।
পরদিন আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের সদস্যরা। ১৬ আগষ্ট নিজ পুকুর থেকে ফায়েক শরীফের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ওই জিডি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।