আমাদের কথা খুঁজে নিন

   

মিষ্টি দুলাভাই

আমি খুব ভালো কম্পিউটার অপারেটর

উলধ্বনি কর সবে শঙ্খ বাজাও জোরে নতুন জামাইবাবু আসছে মোদের গরীব ঘরে। ও জামাইবাবু রুমাল তুলে মুখটি তোমার খোল, দিচ্ছি তোমার মনের মানুষ প্রাণ পটে তোল। আমরা দিদির আপন যেমন তোমার কিন্তু তাই, দিদির মতো আদর যেন তোমায় কাছেও পাই \ ঘিয়ে ভাজা রুচি পুরী খেতে ভালবাসী, দু-চার খানা বেশী পেলে আরও হবো খুশী \ দেখে শুনে দিও হাতে সংসারের ভার, আমরা সবাই আসব যাব ভাবনা কিসে আর? জামাইবাবু শোন মোদের জ ক টি কথা বাবা-মা ঘরে আছে, প্রাণে দিওনা ব্যাথা \ জামাইবাবু তোমার মতিগতি, খুব একটা নয় ভাল, সবসময় দিদির দিকে, দৃষ্টি কেন ফেল \ সঁপে দিলাম তোমার হাতে মোদের দিদি টিকে, দেখে শুনে রেখ তুমি আদর সোহাগ দিয়ে। এবার মোরা বিদায় নিয়ে ঘরে ফিরে যাই, সুখের দুঃখে তোমায় যেন মোদের কাছে পাই \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.