আমি বেঁচে আছি, এক নিথর অনুভূতি নিয়ে। যদিও বয়সে তরুন, তবুও স্মরন শক্তি কমে গিয়েছে অনেকখানি, প্রতিটা দিন আমার কাছে নতুন মনে হয়। পাশের মানুষ গুলোকে অপরিচিত মনে হয় খুব। এ এক অন্য রকম পৃথিবী। বেচেঁ থাকার উদ্দেশ্যও বদলেছে অনেকখানি।
প্রফেশনাল ছিলাম না মোটেও। আজ জীবনের একমাত্র মুল্য খুজেঁ পাই প্রফেশনালিজমে।
যেন এটাই বেচেঁ থাকার উদ্দশ্য। ইমোশনকে প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না। ভাল লাগা মন্দ লাগার অনুভূতিটা নেই বললেই চলে।
শুধু বুঝতে পারি জীবনটাকে এগিয়ে নিতে হবে অনেক দূর। কতটা দূর সেটা জানা নেই।
শুনেছি দুঃখের স্মৃতি মানুষ সহজে ভূলে না। আমিও ভুলতে পারছিলাম না। কিন্তু নিজের এই হার মেনে নিতে পারিনি আমি।
তাই বদলে দিতে চেয়েছি জীবনের হেরে যাওয়া প্রতিটি মূহূর্ত।
জীবনটা যখন খুব প্রতিকূল ছিল, আমি যুদ্ধ করেছি প্রতিটি মূহূর্ত। তোমাকে হারানোর যুদ্ধ। ভেবেছিলে পারবো না। তোমার ভাবনা গুলোকে মিথ্যে করে দিয়ে বলতে চাই, আমি পেরেছি।
আমিই জয়ী হয়েছি। জয় হয়েছে আমার। যুদ্ধ বিদ্ধস্ত এই আমি এখন অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছি।
তুমি কেমন আছো, ভাল আছো নাকি খারাপ আছো তা নিয়ে আমার মাথা ব্যাথা ছিলো না কখনোই। কারন যে আমাকে কষ্ট দিয়েছে তাকে নিয়ে আমার অনেক মুল্যবান ভাবনাটাকে কাজে লাগানোর মত বোকা আমি নই।
তবে প্রথমেই এতটা বুদ্ধিমতি আমি ছিলাম না। সময় আমাকে তৈরি করেছে। তবে মন থেকে চাই না ভাল থাক। কারন মন্দ লোকেরা ভাল থাকলে, তারা আরো মন্দ কাজ করার সাহস পায়।
আজ তোমাকে নিয়ে কিছু লিখছি তুমি এটা তোমার সারা যনমের পুন্যের বিনিময় ভাবতে পার।
শুনলাম তুমি হাসপাতালের বেডে আছ। এটা শুনে আমি মনে মনে তৃপ্ত হয়েছি। বাস্তবে প্রকাশ করতে পারলাম না, কারন মানুষ হয়তো তোমার মত আমাকেও অমানুষ ভাববে।
তোমাকে ক্ষমাও করে দিয়েছি। কারন তোমার মত একটা দরিদ্র মনের মানুষের কাছে কিইবা চাওয়ার থাকতে পারে আমার।
কিছুই না।
তোমাকে ভিক্ষা দেয়া আমার কিছু ভালবাসা,তাও চাইবো না। কারন ভিক্ষেরিরা কখনোও দিতে পারে না,কেবল নেয়া ছাড়া। তুমিও এখন আমার কাছে রাস্তার ধারে দাড়ানো হাত পাতা ভিক্ষেরি ছাড়া আর কিছুই না। যাকে আমি অসহায় ভেবে আমার কিছু ভালবাসা ভিক্ষা দিয়েছিলাম।
আর ঠিক প্রকৃত ভিক্ষুকের মত মূল্য না বুঝতে পেরে তার অবমূল্যায়ন করেছ। তবে এও বলে দিচ্ছি আর কখনোও আমার শুভ কাজে যাত্রা ভঙ্গ করতে আসলে নিষ্ঠুর ঐসর্য্যশালী মানুষের মত অর্ধচন্দ্র দিয়ে রাস্তায় নিয়ে ফেলবো তোমাকে। আর এইটুকু অহমবোধের জন্য আল্লাহ নিশ্চই আমাকে ক্ষমা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।