আমাদের কথা খুঁজে নিন

   

গরীব অসহায় ছিন্নমূলদের পাশে আসুন দাড়াই

কে তাহারে চিনতে পারে প্রিয় বন্ধুরা, প্রতি বছর শীত বস্ত্রের অভাবে বাংলার হত দরিদ্ররা মারা যাচ্ছে। প্রচন্ড এই শীতে গরীব অসহায় ছিন্নমূলদের পাশে আসুন দাড়াই সবাই কাধেঁ কাধ মিলিয়ে। যার যতোটুকু সাধ্য আছে, যে যেখানেই থাকি না কেন, সাহায্যের হাত বাড়াই প্রত্যেকেই। আগামী ৩১ডিসেম্বর২০১২ তারিখের মধ্যে সাধ্য মতো টাকা, কম্বল-শীত বস্ত্র আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তুলে দিতে চাই অসহায় গরীবদের হাতে। যত তাড়াতাড়ি পারেন, প্লিজ সহযোগীতা করেন। সাহায্য পাঠানোর ঠিকানা: যমুনা ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখা একাউন্ট নং: ০০২৩০৩১০০২৬৫১৫ একাউন্ট নাম: সোহেল হোসেন পাপ্পু ও মোহাম্মদ কামাল হোসেন এছাড়া আমাদের কাছেও জমা দিতে পারবেন, আপনাদের সব ধরনের সাহায্য। আর আশা করবো নিজ নিজ উদ্যোগে ছোট করে হলেও প্রত্যেকে আপনাদের এলাকায় সহায়তা করবেন এবং আমাদেরকেও জানাবেন, আমরাও আপনাদের সাথে শরিক হবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন। (আমীন) - আপনাদের সহযোগীতার আশায় ৯৫ব্যাচের পক্ষেঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেন (+৮৮ ০১৭ ৪২ ৫৪ ৮৭ ৫১); সোহেল পাপ্পু (ক্রিকেটার) (+৮৮ ০১৬ ৮৬ ৪৪ ৬৬ ৩০); মাহমুদুল হাসান বাবু ( +৮৮ ০১৯ ১১ ৪৮ ৬৮ ৮০) Bank: Jamuna bank Limited Branch: Narayanganj A/C No.: 00230310026515 A/C Name: Shohel Hossen pappu & Mohammad Kamal Hossain

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.