আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ব্লগ দিবস উদযাপন ও কিছু মিশ্র অভিজ্ঞতা....

মেইল খুলে দেখলাম সামু খেকে মেইল, অবশ্য আগেই সামুর সাইটে নোটিশ দেখেছি। ( মেইল না পেলে হয়ত যাওয়াই হতো না)। ১৯ তারিখ আর সি মজুমদার অডিটোরিয়ামে ব্লগ দিবস উদযাপন করা হবে । বিকাল ৪.৩৫ এর দিকে হল থেকে বের হয়ে ৪.৪৫ এর দিকে সেখানে উপস্থিত হই। অবাক করা বিষয় হলো অডিটোরিয়ামে কেউ নেই।

১/২ জন গেটের বাইরে ঘোরাঘুরি করছে তাদের হাবভাবে মনে হলো তারা আয়োজনের সাথে আছেন। এই প্রথম কোন ব্লগ দিবসের অনুষ্ঠানে গিয়েছি বিধায় কারো সাথেই পরিচয় নেই তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসলাম পৌনে ৬ টার দিকে তাও দেখি হ-য-ব-র-ল অবস্থা। তথনও স্টেজ সাজাচ্ছে। এর বেশ কিছুক্ষণ পর ব্লগার "আরজুপনি" আসার পর পৌনে সাতটার দিকে অনুষ্ঠানস্থল কিছুটা জমে উঠে। অনানুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব শুরু হয়।

ব্লগার "আরজুপনি"কে আমার আন্তরিক শুভেচ্ছা। পরবর্তি অনুষ্ঠানগুলো কিছুটা প্রাণবন্ত হলেও অনেকক্ষণ বসে বসে বিরক্ত হয়ে যাই। টক শো টা ভা্ল হয়েছে। ব্লগ কমিউনিটি গুলো ব্লগারদের উতসাহিত করার জন্য পুরস্কৃত করায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এ উদ্যোগ আমাদেরকে আরও বেশী বেশী লিখতে অনুপ্রাণিত করবে ।

আশা করছি সামনের আয়োজন গুলোতে এর বাইরে অন্যান্য ব্যতিক্রমধর্মী আয়োজন থাকবে। যারা সেদিন ছিলেন সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.