আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানের সাগর

বিভ্রান্ত পথের নাবিক আমি , আমি হলাম বিপদ্গামি । বিভ্রান্ত হয়ে পথ হারাই , তবু করি জ্ঞানের বড়াই । আমি হলাম বিভ্রান্ত জ্ঞানী , বড়াই করে বলি আমি সব জানি । আমি জ্ঞানী টা লোকে জানে , গুণকীর্তন করে আমার ডানে-বামে । রাজ সভায় ডাকে আমায় , বলে দেই সবই হেলায় ফেলায় ।

জানতাম না যে বয়সের শেষে , একটি খুকী ধরবে আমায় ঠেসে । খুকীটি আমায় পুছলো , জ্ঞানী আপনি তা জানে সকল ছেলে-বুড়ো । আমি বললাম টা তো বটে , আমার কাছে তোমার কাজ কি তবে ? খুকী বলল একটা প্রশ্ন করবো জিজ্ঞাস , তবেই বুঝবো আপনি জ্ঞানের জাহাজ । হেসে বলিলাম টা কি জিজ্ঞাস করবে , খুকী বলল , লজ্জিত করবেন না আমায় , হেসে । তারপর খুকী জিজ্ঞাস করলো কহেন তো একটি মোরগ একটি ডিম পাড়িলে , কিছুকাল পর টা থেকে একটি বাচ্চা বাহির হইলো ।

কেমন করে এই ঘটনা রটিল? হেসে বললাম আরে খুকী , একটি ডিম হতে একটি বাচ্ছাই বের হয় বৈকি ? খুকী হেসে কুটি কুটি , আমি জিজ্ঞাস করলাম ব্যাপারটা কি ? খুকী বলল আরে জ্ঞানের সাগর , মোরগ পাড়ে ডিম টা হল কত বছর ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।