আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানের আলো

কত্ত যতন' শব্দ চয়ন, প্রসব আস্ফালন' কবিতা অবশেষে। বুঝে সে যে জনা' লেখে ভাবনার পাখে, উড়তে ভালবাসে। শিক্ষার শুরু' ছোট বেলার গুরু, সবই নিভু' মায়ের শিক্ষার কাছে। ভুল সেই ধরে' যে জনা ভুলেছে অকাতরে, প্রতি ভোরে' শুধরাও পাছে। হম্বিতম্বি নয়' দাম্ভীকতা সবে নয় সয়, বিনয়ের আবতার' সবার উঁচে। প্রাপ্তি আকাংঙ্খা' চালচলন পারিপার্ষিকতা, তথা সামর্গ্রীক পরিস্থিতি' সচেতনার সাথে, যে সামলাতে পারে' সেই সেরা! এটা প্রশ্নাতিত সত্য! জ্ঞানের আলোয় ফুটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।