আমাদের কথা খুঁজে নিন

   

মহাপ্রলয়, হাল ছাড়েননি ‘মায়া’বিশ্বাসীরা!

আজ ২১ ডিসেম্বর ২০১২, রাত ১২ টা! মেক্সিকোর মায়া সভ্যতার পঞ্জিকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট কোনো শব্দে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে পৃথিবী, মহাপ্রলয়ের মাধ্যমে শেষ হবে হাজার বছরের বৈচিত্র্যময় এক বর্ণিল সভ্যতার ব্যস্ততা, শুরু হবে অজানা আরেক নতুন সভ্যতা! নাকি আগের মতোই পৃথিবীর রাজপথগুলো ব্যস্ত থাকবে কর্মব্যস্ত মানুষদের পদভারে, নারকেল ‍গাছের ডালে তৈরি ব্যাট আর খড়ের মুঠিতে তৈরি বল হাতে মাঠ দাপিয়ে বেড়াবে শিশুরা! কোনটি ঘটছে পৃথিবীর কপালে! এ দিন, এ সময়সীমা নিয়ে পৃথিবীর মানুষ এখন দু’ভাগে বিভক্ত হয়ে আছে। মায়া সভ্যতার ভক্তরা মনে করছেন! প্রথমটিই সত্য হচ্ছে! অর্থাৎ আজ পৃথিবী ধ্বংস হচ্ছে। অন্য দিকে বিজ্ঞানী ও বিশ্লেষকরা মনে করছেন! এ রকম কুসংস্কার সবসময়ই ভুল হয়! হয়তো নতুন কোনো যুগের সূচনা বোঝাতেই এই ঐতিহাসিক সভ্যতার পঞ্জিকায় আজকের তারিখটি শেষ করা হয়েছে। কিন্তু ধর্মীয় সংস্কারকে যারা বিশ্বাস করেন তারা অপেক্ষা করছেন মহাপ্রলয়ের জন্য! আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকোর মায়া সভ্যতার নিদর্শন অনেক ঐতিহাসিক স্থাপনা বিশেষ করে ‘চিচেন ইৎজা’ এখন পর্যটক, ধর্মীয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক সাধক, কৌতুহলী মানুষদের পদভারে মুখরিত। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মেক্সিকোর মায়া সভ্যতার চিচেন ইৎজায় ঐতিহাসিক স্থাপনাগুলোয় ভীড় জমাতে থাকেন কৌতুহলী ও সংস্কার বিশ্বাসীরা। প্রায় বেশিরভাগ দর্শনার্থীর গায়ে সাদা পোশাক, সঙ্গে আছে ড্রামস (ঢোল), শঙ্খ (বাঁশি) আর ধূপ। সবার নিস্তব্ধ অপেক্ষা, কখন ঘটছে মহাপ্রলয়! মেক্সিকো ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাপ্রলয়ের দুঃখ ভুলতে কনসার্ট, পার্টি, উৎসবের আয়োজন করা হয়েছে! এসব স্থান কোলাহলপূর্ণ হলেও সবার চোখে মুখে এক অজানা কৌতুহল- কেমন করে শুরু হবে মহাপ্রলয় অথবা মহাপ্রলয়ের পর আমরা কোথায় থাকবো? তবে ঠিক কখন ঘটছে সে মহাপ্রলয়, তা নিয়ে এখনো ঘোর কাটছে না! কেউ ভেবেছিলেন, আজ আন্তর্জাতিক সময় ঠিক ১১ টায় শেষ হবে পৃথিবীর পথচলা! সেই আশঙ্কা কেটে গেছে ইতোমধ্যে! কিন্তু হাল ছেড়ে দেননি সংস্কারবাদীরা! এদের কেউ কেউ এখনও বিশ্বাস করছেন চিচেন ইৎজায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হচ্ছে পৃথিবী! ইতোমধ্যে কোনো পূর্বাভাস দেখতে না পেয়ে কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন চিচেন ইৎজায় যখন ডিসেম্বরের ২১ তারিখ শেষ হবে অর্থাৎ রাত ১২ টা বাজবে ঠিক ধ্বংস হবে পৃথিবী! মেক্সিকোর ঐতিহাসিক মায়া সভ্যতার বর্ষ পঞ্জিকা শেষ হচ্ছে আজ। ‍পৃথিবী ধ্বংসের ক্ষণগণনায় ব্যস্ত এসব মানুষদের বিশ্বাস, জগতে এতো দিন যা কিছু ঘটেছে সবই মায়া সভ্যতার ৫ হাজার ১শ’ ২৫ বছরের পঞ্জিকা অনুসারে হয়েছে। যেহেতু সে বর্ষপঞ্জিকা আজ শেষ হচ্ছে, তাই আজই পৃথিবীর শেষ দিন বলে মনে করেন তারা! বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.