আমি আর তুমি
পৃথিবীর শেষ প্রেমিক প্রেমিকা,
এরপর আর পৃথিবীতে প্রেমের বিস্ফোরণ ঘটবে না।
অভিধান থেকে ভালোবাসা খেয়ে ফেলবে ঘুণে পোকা।
বেহুলার ভেলা ডুবে যাবে ভরা জোসনার রাতে।
বিকেলের কমলা আলো আর ঘাসের উপর পড়বে না।
ঝাপসা শীতে চুম্বনে চুম্বনে আর কেউ উষ্ণ হবে না।
অযথা পার্কে বসে আর কেউ কারো জন্য অপেক্ষা করবে না।
আহত প্রেমিক আর রাতের পর রাত সিগারেটের স্তুপ জমাবে না।
নিষিদ্ধ মাদকের মত মাঝরাতে পুলিশ হাতকড়া পড়াবে
ভালবাসার...।
তুমি আর আমিই
পৃথিবীর শেষ প্রেমিক প্রেমিকা।
এরপর আর গোলাপের রঙ লাল থাকবে না।
মেঘ আর রোদ্দুরের সঙ্গম হবে না।
তখন সব প্রানিকুল কেবল
সার্থক সন্ন্যাসী হয়ে
গেয়ে বেড়াবে
তোমার আমার ভজন সঙ্গীত । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।