আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের অনুষ্ঠান শেষে নারী-পুরুষে মপানের আসর : ছাত্রলীগ নেতার স্ত্রী ও শালীর মৃত্যু

রাজধানীর স্বামীবাগে বিষাক্ত মদপানে সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি আবু হানিফের স্ত্রী রেশমা আক্তার (৩০) ও শ্যালিকা তুসির (২২) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় আবু হানিফ সেতু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রেশমার বাবা ফারুক আহমেদ ওই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্র জানায়, মদপানে মৃতের সংখ্যা পাঁচজন। নিহত অন্যদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

লোক-লজ্জার ভয়ে গোপনে তাদের মৃতদেহ দাফন করা হয়েছে বলে স্থানীয় অভিযোগ রয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সূত্র আরো জানায়, ১৫ ডিসেম্বর রাতে স্বামীবাগে মিতালী বিদ্যাপীঠে এক অনুষ্ঠান শেষে এক কক্ষে মদপান করে। পরদিন সন্ধ্যায় রেশমা এবং রাত ৩টায় তুসি মারা যায়। তাদের স্বামীবাগ দক্ষিণ মুসুন্দী কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রের দেয়া তথ্য মতে, সূত্রাপুর থানা ছাত্রলীগ গত শনিবার রাতে মিতালী বিদ্যাপীঠ হাইস্কুলে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান খান দীপু। আবু হানিফ সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়নুল হক মঞ্জু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান (ক্রিকেট) রাইসুল ইসলাম শাহীন। আলোচনা শেষে স্কুলের একটি কক্ষে মদপানের আসর জমে। এ আসরে কয়েকজন বিভিন্ন রকমের মদ এক সাথে মিশিয়ে ককটেল বানিয়ে পান করেন আগতরা।

পরদিন সকালে রেশমা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় রেশমা মারা যান। বিকালে তুসি অসুস্থ হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। রাত তিনটায় তুসিও মারা যান। আবু হানিফ সেতুও অসুস্থ হলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ৭৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ময়নুল হক মঞ্জু বলেন, তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। বক্তৃতা শেষে তিনি এবং এমপি দীপু সন্ধ্যার আগেই চলে যান। তিনি শুনেছেন একটি অঘটন ঘটেছে। একজন মারা যাওয়ার খবর শুনেছেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান (ক্রিকেট) রাইসুল ইসলাম শাহীন বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান।

ছাত্রলীগের ছেলেরা ছিল এজন্য অনুষ্ঠানে গিয়েছিলেন। গঠনমূলক বক্তৃতা হয়েছে। এমপি সাহেবের সঙ্গে তিনিও চলে গেছেন। তিনি বলেন, ঘটনা শুনে কষ্ট পেয়েছি। এ সেতুকে তিনি নেতা বানিয়েছেন।

এখন দল ক্ষমতায় তারা আমার কথা শুনে না। ছেলেটা নষ্ট হয়ে গেছে। তবে নেতা নির্বাচনে সব দলই ভুল করে। আমরাও হয়তো সেটা করেছি। রেশমার পিতা ফারুক বলেন, রেশমা মারা যাওয়ার খবর টেলিফোনে পান।

তবে কোন হাসপাতালে ভর্তি হয়েছিল সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। রেশমার সঙ্গে শরীফুল ইসলাম নামে এক পুলিশ ইন্সপেক্টরের বিয়ে হয়েছিল। তার সঙ্গে ডিভোর্স হওয়ার পর সেতুর সঙ্গে বিয়ে হয়। সম্প্রতি সেতুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় রেশমার। রেশমা ১৩/ই কেএম দাস লেনে নিজের মা মনি বিউটি পার্লার পরিচালনা করতো।

তুসির নয় মাস আগে বিয়ে হয়েছিল। তিনি আরও জানান, তার মেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে আগামী কিছুদিন পর স্থানীয় লোকদের নিয়ে বৈঠক করে বিচার সালিশ করবেন। তুসির পিতা দিনমজুর মাসুম মেয়ের মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি দয়াগঞ্জ বাজারে দিনমজুরি করেন। ওয়ারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ রকম ঘটনা আমার জানা নেই।

কেউ মারা গেলে তাদের লোকজন জানালে পুলিশ জানতে পারত। পুলিশের ওয়ারি জোনের উপ-কমিশনার গাজী মোজাম্মেল হক জানান, বিষয়টি তার নলেজে নেই। অভিযোগ এলে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। # Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.