আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা থেকে বাঁচলেন আহমাদিনেজাদ

ইরানের উত্তারঞ্চল সফরের সময় পাইলট দক্ষতার সঙ্গে আলবুর্জ পর্বতমালার একটি এলাকায় নিরাপদে নামতে সক্ষম হওয়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন আরোহীরা সবাই। বিবিসি জানায়,হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে আরো কয়েকজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাদের সবাই অক্ষত আছেন;কেউই আহত হননি বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের ওয়েবসাইটে। হেলিকপ্টারটির জরুরি অবতরণের কারণ কি তা স্পষ্ট নয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি।

আহমাদিনেজাদ পরে সড়কপথে তেহরানে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় এবং শেষ মেয়াদ পার করছেন আহমাদিনেজাদ। তার মেয়াদ শেষ হচ্ছে অগাস্টে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তৃতীয় মেয়াদে আর দাঁড়াতে পারবেন না তিনি। এ বছর ইরানে ১৪ জুনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন ৮ জন অনুমোদিত প্রার্থী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।