আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের বোকামি বনাম মহাবিশ্বের বিশালতা। এবং আইনস্টাইন ও এক হতভাগা........

আইনস্টাইনের একটা বিখ্যাত বানী আছে। 'মানুষের বোকামী' আর 'মহাবিশ্বের বিশালতা' এই দুইটা জিনিসের কোন সীমা-পরিসীমা নেই। এর পরেই অবশ্য উনি যোগ করেছেন, 'মহাবিশ্বের বিশালতা'র সীমা নিয়ে উনি সন্দিহান। তার মানে মানুষের বোকামী যে অসীম এই ব্যাপারে আইনস্টাইনের কোন সন্দেহ ছিল না। আজ আমি আরেকটা জিনিস ভাবতেছিলাম, আসলে মানুষের সাহসিকতার কোন সীমা-পরিসীমা নেই।

মানুষ অসীম সাহসী এক প্রানী। এটা মনে আসলো যখন দেখলাম চলমান আন্তঃনগরট্রেন থেকে লাফিয়ে কয়েকজন যাত্রী নেমে গেল। জায়গাটা সম্ভবত নাখালপাড়ার কাছাকাছি কোথাও। আর ট্রেনটাও মনে হলো স্বাভাবিক গতি থেকে একটু আস্তে চলছিল কোন কারনে। এর পরে আরেক যাত্রী দেখলাম আমার কম্পার্টমেন্টের পিছনের দরজার কাছে গিয়ে নামার জন্যে লাফ দিলেন।

আমি জানালার পাশে থাকায় দেখলাম পুরো ঘটনাটা। লাফ দিয়ে নীচে পড়েই কি যেন হলো, মনে হয় কোন খন্ড উটের টুকরোর উপরে এক পা পড়ার কারনে স্লোমোশন ছায়াছবির মতো আস্তে করে বাঁকা হয়ে উনি ট্রেনের নীচে ঢুকে গেলেন। না, এরপরে কি হলো আর দেখি নি। ট্রেন দ্রুত এগিয়ে চলেছে। শুধু কয়েকজন যাত্রী যারা সার্কাস দেখছিলো তারা হায় হায় করে উঠলো।

কমলাপুর পর্যন্ত বাকী পথটা সারা বগিতে এই ঘটনা নিয়েই আলোচনা চললো। আমার মাথায় শুধু আইনস্টাইনের বানীটাই শুধূ ঘুরতে লাগলো.... নিঃসন্দেহে 'মানুষের বোকামী'র কোন সীমা-পরিসীমা নেই.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.