আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদে গল্পঃ ওলিম্পাস প্যারাডক্স

সময়ের আবর্তে বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের মন, আমি আমার মতো চাই পৃথিবীকে। ওলিম্পাসের তিন দেবী আকস্মিক আমার সামনে হাজির হল। আমি কারণ খুঁজে পেলাম না তাঁরা কেন আমার মুখোমুখি। আমিতো কোন মেষ পালক রাজপুত্র নই। তাঁরা ভেবেছিল আমি তাঁদের চিনতে পারি নি।

পরিচয় দিচ্ছিলেন জিউস পত্নী হেরা। আমি থামিয়ে দিলাম, বললাম চিনি আপনাদের। কিন্তু অবাক হচ্ছি প্রায় তিন হাজার বছরেও আপনাদের রূপ লাবণ্য সামান্য ম্লান হয়নি দেখে। প্রশ্ন করলাম, কী মনে করে আমার সামনে? আফ্রোদিতি জবাব দিল আমাদের রূপ লাবণ্য নিয়ে পুরনো দ্বন্দ্বই তোমার সামনে হাজির করেছে আমাদের। চুপচাপ ছিলেন অ্যাথিনা, তিনি শুরু করলেন, ট্রয়ের যুবরাজ প্যারিসের পক্ষে আমাদের রূপ লাবণ্য নিয়ে সঠিক সিদ্ধান্তে আসা মুশকিল ছিল।

নিতান্ত বাধ্য হয়েই তাঁকে একটি উত্তর নির্ধারণ করতে হয়েছিল। কারণ ট্রয়ের ভাগ্য নির্ধারণের কাজ আমরা অলিম্পাসবাসী দেব-দেবীগণ প্যারিসের গর্ভাবস্থায়ই সম্পন্ন করেছিলাম। আর আমরা সকলেই প্যারিসের দেবী ছিলাম। এ দিক থেকে তুমি অনেক নির্ভরযোগ্য, আমরা কেউ তোমার দেবী নই। আমরা আশা করছি তোমার কাছ থেকে আমরা সঠিক মূল্যায়ন পাবো।

তবে যেহেতু আমরা ওলিম্পাসের দেবী, তাই তোমার জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটা একটা বর থাকবে। হেরা বললেন, আমি যদি শীর্ষ রূপবতী হিসেবে নির্বাচিত হই তবে সরকারি দল আবার সরকার গঠন করবে। আফ্রোদিতি বললেন, আমি নির্বাচিত হলে যুদ্ধপরাধিদের বিচার নির্বিঘ্নে সমাপ্ত হবে। অ্যাথিনার বর অনেক বেশি আকর্ষণীয় হবে তিনি জ্ঞানের দেবী, আমি প্রচণ্ড উত্তেজনা অনুভব করলাম। পাশাপাশি অসহায়ত্ব অনুভব করলাম।

কেউতো পরিপূর্ণ প্যাকেজ নিয়ে আসে নি। তার উপর দেবীদের সব কিছুতেই খামখেয়ালী থাকে। অ্যাথিনা, আমি রূপবতী নির্বাচিত হলে, জামাত-শিবির সহ সকল ধর্ম-পুঁজি রাজনৈতিক দল শেকড় সহ বিলুপ্ত হবে। সকলকে তাদের পাওনা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে। আমি কিংকর্তব্যবিমুড় তিনটি অসম্পূর্ণ প্যাকেজ দেখে।

এথিনার অঙ্গীকারের শেষ অংশের তাৎপর্য বুঝার চেষ্টা করছি। আর মুখ দিয়ে বললাম, দেখুন আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন না, আপনারা ওলিম্পাসে ফিরে যান। হেরা রাগত স্বরে বললেন সুদূর ওলিম্পাস থেকে থেকে এসেছি জবাব না শুনে ফিরে যাওয়ার জন্য নয়। সময় নষ্ট করো না। আফ্রোদিতি মোলায়েম স্বরে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো, দেখো বাছা, ওলিম্পাস শুধু গ্রীক কিংবা ট্রোজানদের বিষয় না।

আমরা সমগ্র পৃথিবীর ভালো মন্দ নিয়ে ভাবি। গ্রীকরা বলতে পারবে না ওলিম্পাস গ্রীসেই অবস্থিত। আমরা গ্রীক কিংবা ট্রোজানদের যতটুকু পছন্দ কিংবা অপছন্দ করি, তোমরা তার ব্যতিক্রম নও। অতএব তোমাকে একটা উত্তর বেছে নিতে হবে। অ্যাথিনাও আফ্রোদিতির কণ্ঠে, কণ্ঠ মিলিয়ে বলল, হ্যাঁ আমরা গ্রীকদের একক দেবী নই।

রোমান, ইজিপশিয়ান সবার সাহিত্যেই ভিন্ন নামে আমরা আছি। আমরা মর্তের সবাইকে নিয়ে চিন্তা করি। তুমি তোমার জবাব দিয়ে দাও। এই ফাঁকেই হেরা আমাকে ইকনোমিষ্ট এবং আমার দেশ পত্রিকার কয়েকটি লিংক দিল। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি তিন দেবীর দিকে।

জামাত কি সব কিছু গুবলেট করার জন্য ওলিম্পাসও মেনেজ করে ফেললো নাকি! এক সেকেন্ড বিলম্ব না করে ঘোষণা দিলাম, ওলিম্পাসের সবচেয়ে সুন্দরী দেবী অ্যাথিনা। ছবিঃ উইকি থেকে নেয়া হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।