রোববার রূপসী বাংলা হোটেলে গ্রামীণফোন বাংলাদেশে টেলিমেডিসিন ব্যবস্থার কৌশলগত অংশীদার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
গ্রামীণফোণের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এতে স্বাক্ষর করেন।
টেলিমেডিসিন ওয়ার্কিং গ্র“প অব বাংলাদেশ (টিডব্লিউজিবি) এই প্রকল্পের প্রযুক্তিগত অংশীদার হিসেবে এবং আয়শা মেমোরিয়াল স্পেশ্যালাইজ্ড হাসপাতাল, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং কর্নসান ওয়ার্ল্ডওয়াইড প্রকল্পটির বাস্তবায়নকারী অংশীদার হিসেবে কাজ করবে।
গ্রামীণফোন ২০১২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের তিনটি স্থানে টেলিমেডিসিন প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করে।
চুক্তি অনুযায়ী ১৫টি ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার টেলিমেডিসিন সেন্টারে রূপান্তর করা হবে এবং চিকিৎসকদের সাহায্যের জন্য উদ্যোক্তাদেরকে টেলিমেডিসিন সহকারী হিসেবে প্রশিক্ষণ দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।