আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াকা ওয়াকা –ট্যুর আফ্রিকাঃ গান্তা টু মনরোভিয়া (৩য় পর্ব)

সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া। ৩০ নভেম্বর তারিখে আমরা গান্তা থেকে বাই এয়ারে পৌঁছে গেলাম লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায়। গান্তা থেকে যাত্রা করে বাঙ্গা নামক স্থানে আমরা এক ঘণ্টার যাত্রা বিরতি করি । এ যাত্রা বিরতিতে কাছাকাছি এক মাঠে দেখি চলছে দেদারসে কাঁদি কাঁদি কলার বিকিকিনি। দেখে মনে প্রশ্ন জাগল, কলা এদের জাতীয় ফল কিনা ? সুযোগ পেলে কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে।

বেচা বিক্রি শেষ , তাই কয়েকজন পোজ দিয়ে দাড়িয়ে গেল ছবি তুলতে। এরা কি কিশোরী মাতা ? বাঙ্গা থেকে মনরোভিয়া যাওয়ার পথে আকাশ পথে তোলা কিছু ছবি দেখুন। এদেশের আন্তর্জাতিক বিমান বন্দরটির নাম RIA (ROBERT’S INTERNATIONAL AIRPORT) । আমাদের দেশের এয়ার পোর্টের পূর্বের নাম ZIA। নাম দুটির অন্ত্যমিল দেখে বেশ মজা পেলাম।

বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সড়ক পথে রওনা দিলাম আমাদের নির্ধারিত গন্তব্যে। আমরা যে হোটেলে উঠলাম তার পাশেই দেখলাম সুন্দর একটা গলফ কোর্স। মনঃস্থির করলাম সকালে ভোরে উঠতে হবে। মর্নিং ওয়াকের ফাঁকে উপভোগ করা যাবে গলফ কোর্স এলাকার শান্ত স্মিত সৌন্দর্য। সড়ক পথে আসার সময় জানালা দিয়ে দেখছিলাম মন রোভিয়াকে।

শহরটি মোটামুটি ছিমছাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মন রোভিয়া শহরের কিছু দৃশ্য। নির্বাচন কমিশন কার্যালয় দারুণ শ্লোগান - বুলেট নয়, ব্যালট জার্নি করে শরীরে ক্লান্তি ভর করেছে। রাতে আর কোথাও বের হবার প্ল্যান নেই। তাই সবাইকে আপাতত গুড নাইট……..।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.