আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল 'কুলি-মজুর' ফিচারিং আহমদ শফী

আমি হয়ত মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতনা ,তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতনা ,মনুষগুলো সাপে কাটলে দোঁড়ে পালায় ,অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি।। যে জনতার রক্ত দিয়ে ঐ বিএম ডব্লিউ - উড়োজাহাজ চলে, শফী সাব এসে চড়িল তাহাতে, আমরা পরিলাম তলে। ট্যাক্স দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল! পা- পাছা চেটে জামাতিদের তুই কত ক্রোর পেলি বল? রাজপথে আজো ভিখারী ঘুমায়, খোলা আকাশের তলে, শাহীনা-সফিক পেটের জ্বালায়, পিষ্ট দারিদ্র কলে, তোমার পরনে নতুন জুব্বা, আর তোমার দান বাক্স বলত এসব কাহাদের দান! তোমার উড়োজাহাজের জ্বালানী কার খুনে রাঙা ? - জামা খুলে দেখ , প্রতি সুতোয় আছে লিখা। তুমি জান না ক ', কিন্তু- দানের প্রতি পয়সা জানে, ঐ জুব্বা, জ্বালানী , দারিদ্রতার মানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।