আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! আমার মা সবসময় আমাকে বাচ্চাই মনে করে । তার মতে আমি নাকি কোনদিনই বড় হব না । আসলে আমার কাজ কারবারই সব এমন যে যে কেউ দেখলে এই একই কথাই বলবে । এমন কি টিয়াপাখিও আমাকে পিচ্চি মনে করে । অনীনদিতার চোখে তো আমি এখনও সেই ছোট্ট খোকা !
কিচ্ছু বুঝি না !
মাঝে মাঝে মনে হয় আমি তেমনই ! আসলেই আমি এখনও বড় হই নি ।
তারপর মনে হয় কি দরকার বড় হওয়ার ! এই তো বেশ আছি । বড় হলেই যত ঝামেলা ! রাজ্যের সব চিন্তায় মাথায় এসে ভর করে ! আমি এসবের ভিতরে নাই বাবা !
ছোট আছি ছোটই ভাল !
কথা কিন্তু সত্যি । আমি মাঝে মাঝে খুব ছেলে মানুষী করে ফেলি ! ঠিক তেমনই একটা কাজ এটা । নিজের বই বের করা !
খুব বেশি সিরিয়াসলি নেবার কিছু নাই । নিজের বই মানে কোন পাবলিকেশন থেকে না ! নিজের প্রিন্টার দিয়ে বই ছাপানো !
অনেকদিন দিন ধরেই এই কথাই ভাবছিলাম ।
যদি কাগজের বই ই বের না হল তা হলে আমি আবার কিসে লেখক !
অবশ্য অনেকেই আমাকে লেখক মানতে নারাজ ! সেই অনেকের দলে আমি নিজেও আছি ! তবে আমি জানি, আমি যেমনই লিখি না কেন আমার অল্প কিছু পাঠক আছে । আমি তাতেই খুশি !
যাই হোক আসল কথায় আসি, অনেকদিন থেকেই ভাবছিলাম একটা বই বের করবো । এখন আমার বই তো আর অন্যপ্রকাশ ছাপবে না ! অন্যপ্রকাশ কেন কোন প্রকাশই ছাপবে না !
তাতে কি হয়েছে ?
আমার বই আমি নিজেই ছাপাবো !
কেননের একটা প্রিন্টার কিনে আনলাম !
এটা দিয়েই হবে !!
কিন্তু আসল ঝামেলা বাধলো গল্প বাছাই নিয়ে !
কোনটা রেখে কোনটা নেবো !
যাক কয়েকটা বাছাই করে ফেললাম । তারপর ছাপিয়েও ফেললাম আমার নিজের বই ! যদিও এখনও বাধাই করি নি তবে দেখটেই ভাল লাগছে !
আসলে নিজের জিনিস বলে কথা ! নিজের সৃষ্টি !!
আমি আমার সব টুকু আবেগ আর ভালবাসা দিয়ে এই গল্প গুলু লিখেছি ! এই জন্য এই গুলো আমার এতো আপন !
আমি প্রথমে যেই গল্পগুলো লিখেছিলাম সেই গল্পগুলো থেকে কয়েকটা গল্প দিয়েছে বইতে । নতুন গুলো দিবো পরের বইতে ! এখন আমার নিজের প্রিন্টার আছে ।
চাইলে দিনে একটা করে বই বের করতে পারি ! আপনাদের জন্য কেবন বইটার পিডিএফ ভার্শনটা দিয়ে গেলাম ! অবশ্য সব গুলো গল্পই আপনাদের পড়া !
আর কেউ যদি কেউ যদি খুব বেশি আগ্রহী হন তাহলে আমাকে বলবেন ! কদিন পরে নীলক্ষেত থেকে কিছু কপি বের করার ইচ্ছা আছে । আমার বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য !!
আপনাদের জন্যও না হয় এক কপি দেওয়া যাবে !
সবাই ভাল থাকবেন !
আর এই ছেলে মানুষী ক্ষমাশুলভ দৃষ্টিতে দেখবেন !
টিয়াপাখির গল্প ! ডাউনলোদ লিংক ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।