আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জ বেড়াইতে চাই.......

ধুর চাঁপাই নবাব গঞ্জ বেড়াতে যাচ্ছি। ৩/৪ দিন থাকা হবে। এর পুরোটা সময় ঘুরে ঘুরে কাটাব আশাকরি। একটা ছোট খাট লিষ্ট করলাম নেট ঘেটে ঘেটে। যারা এখানের সম্পর্কে জানেন একটু দেখেন না কিছু বাদ পড়ল কিনা: বিভিন্ন যায়গা: ১. সর্ববৃহৎ দুর্গাপূজা (এইডাতো আর পাইতেছি না) ২. মহারাজপুর মঞ্চ ২. বারঘরিয়া মঞ্চ ৩. জোড়া মঠ ৪. তাহখানা কমপ্লেক্স ৫. দাফেউল বালা ৬. বালিয়াদীঘি ৭. খঞ্জনদীঘি ৮. কানসাটের জমিদারবাড়ি ৯. তরতীপুর মসজিদ: ১. ছোট সোনা মসজিদ ২. দারসবাড়ী মসজিদ ও মাদ্রাসা ২. দারসবাড়ী মসজিদের প্রস্তরলিপি ৩. খঞ্জনদীঘির মসজিদ ৪. ধনাইচকের মসজিদ ৫. চামচিকা মসজিদ ৬. তিন গম্বুজ মসজিদ ও তাহখানা ৭. চাঁপাই জামে মসজিদ ৮. মহারাজপুর জামে মসজিদ ৯. মাঝপাড়া জামে মসজিদ মাজার ও সমাধি ১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি(রহ.) মাজার ২. শাহ নেয়ামতউল্লাহর সমাধি ৩. কোতোয়ালি দরওয়াজা ৪. হজরত বুলন শাহর (রহ.) মাজার ৫. শাহ্ নেয়ামতউল্লাহ যদি কিছু বাদ পড়ে থাকে, তাহলে বলবেন। আর গ্রাম অঞ্চলের কিছু ছবি তোলার খুব ইচ্ছা আছে। সুতরাং...........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.