আমাদের কথা খুঁজে নিন

   

``প্রতিশ্রুতি'' চাঁপাইনবাবগঞ্জ

মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন। কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক।

সকলকে শুভেচ্ছা

‌প্রতিশ্র“তি”চাঁপাইনবাবগঞ্জ `` সরল কথন`` শোকের মাস শেষের পথে। কিছুটা ক্ষোভের সাথেই লিখতে হচ্ছে , বিগত বছরগুলোতে আমরা জাতীয় শোক দিবস পালন করে আসছি। কিন্তু অনেকটা হতাশার সাথে লক্ষ করলাম এবার কোন প্রোগ্রাম ছিল না। চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র প্রগতিশীল সেচ্ছাসেবী সংস্থা“প্রতিশ্র“তি” এ কি বেহাল দশা। এর জন্য আমি নিজেও অনেকটা দায়ী।

নানা ব্যাস্ততায় সময় দিতে পারছিনা। কিন্তু এখন যারা দায়ীত্বে আছে তাদের প্রতি আমার একান্ত চাওয়া যাতে ঝিমেয়ে পড়া সংগঠনটির কার্যক্রমটি নতুনভাবে শুরু করুন। পূর্বের অর্জন গুলো নতুনদের অনুপেরণা যোগাবে। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অবশ্যই চলমান রাখতে হবে। তবেই পরাতনের আভাব নবীনদের পদচারনায় ভুলে থাকা যাবে।

আমাদের ভুলে গেলে চলবে না ২২শে ডিসেম্বর এর কথা। যে দিন প্রতিশ্র“তির কর্মীরা প্রতিক্রিয়াশীল চক্রের রোসানলে পড়েছিল। এসেছিল অনেক হুমকী ধামকী। কারন প্রতিশ্র“তি অসাম্পদায়িক চেতনাদ্বীপ্ত কর্মীরা চেয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার। প্রকাশকরেছিল “যুদ্ধাপরাধীদের না বলুন” øোগান সম্বলিত প্রচারপত্র।

আমরা আনন্দিত সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছে। এখন আমরা ঘুমিয়ে কেন। আরো অনেক কাজ করার আছে। প্রতিশ্র“তির প্রত্রিকাটি নিয়মিত করার ব্যাপারে কতৃপক্ষ উদ্দোগ গ্রহন করবেন আশা রাখি। প্রতিশ্র“তি পরিবারের সকল সদস্যের প্রতি শুভ কামনা রইল।

প্রতিশ্র“তির পথচলা শুভ হোক। ...নাহিদ ২৪/০৮/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।