চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল (২৫) ও বিনয় মণ্ডলের ছেলে ক্ষুদি মণ্ডল (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে চকপাড়া সীমান্তের ১৮৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন কার্তিক ও ক্ষুদি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁদের ধরে ফেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।