আমাদের কথা খুঁজে নিন

   

সবার জন্য অসাধারন শিক্ষামূলক গল্প-১

একদা সেখানে এক ছেলে তার মায়ের সাথে বাস করত । তাঁরা খুবই গরিব ছিল । ছেলেটা দেখতে অনেক সুন্দর আর খুব বুদ্ধিমান্‌ ছিল । বয়স বাড়ার সাথে সাথে ছেলেটির সৌন্দর্য এবং বুদ্ধি বাড়তে থাকল । অপর দিকে তার মা সবসময় বিষণ্ণ মনে বসে থাকত ।

একদিন ছেলেটি তার মাকে জিজ্ঞেস করল ' মা ,তুমি কেন সবসময় বিষণ্ণ থাক ? ' মা উত্তর দিল একজন ' জ্যোতিষী বলেছিল যার তোমার মত দাঁত থাকবে সে একদিন বিখ্যাত হবে। ' তখন ছেলেটি তার মাকে জিজ্ঞে স করল ' আমি যদি বিখ্যাত হই তাহলে তুমি খুশি হবে না?' মা বলল' ওহে আমার বাছা, আমি এমন মা নই যে তার ছেলের সাফল্যে খুশি হবে না . আমি সবসময় বিষণ্ণ থাকি কারন আমার মনে সর্বদা একটা ভয় থাকে , বিখ্যাত হওয়ার পর তুমি যদি আমাকে ভুলে যাও?' এটা শুনে ছেলেটি কাঁদতে থাকল। সে কিছুক্ষণ তার মায়ের সামনে দাঁড়িয়ে থাকল। তার পর ঘর থেকে বেরিয়ে গেল। সে একটি পাথর তুলল এবং তার সামনের দুটি দাঁতে আঘাত করে তুলে ফেলল।

এতে তার মুখ থেকে রক্ত বের হতে থাকল। মা দৌড়ে এসে তা দেখল এবং খুব কষ্ট পেল। সে তার ছেলেকে জিজ্ঞেস করল কেন সে এরকম করল। তখন ছেলেটি উত্তর দিল ' আমি এরকম দাঁতের জন্য বিখ্যাত হতে চাই না। আমি বিখ্যাত হতে চাই তোমার সেবা করে এবং তোমার দুয়ায়।

' আমরা কি আমাদের মাকে এই ছেলেটির মত ভালবাসতে পারবো? (সংগৃহীত) Moral Of The Stories : প্রত্যেক ছেলে মেয়েদের উচিত তাদের জন্মদাত্রী মা এবং শ্রদ্ধেয় বাবাকে কে অনেক ভালবাসা। তারা কষ্ট পায় এমন কোন কাজ না করা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.