আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই ফ্রী পিসিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি।

ইচ্ছা মত পিসিতে আনলিমিটেড ফ্রী ব্রাউজ ও ফ্রী ডাউনলোড করুন। প্রথমে PD-Proxy VPN Service এই সাইটে যান। নিচের মত একটা পেজ আসবে পেজে Sign up for free ক্লীক করে আপনার ইমেইল, ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন। এবার আপনার ইমাইলে লগ ইন করুন। আপনার ইমেইলে একটা লিঙ্ক সহ PD-Proxy VPN Service থেকে মেইল পাবেন, লিঙ্কটাতে ক্লীক করুন(ভেরিফাই হয়ে যাবে)।

এবার চিত্রে দেখানো Download অপশনে ক্লীক করে Software টা ডাউনলোড করে আনজিপ করুন। নিচের মত ফাইল পাবেন। প্রথমে চিত্রে চিহ্নত Install TAP Drivers এ ক্লিক করে TAP Drivers ইনস্টল করুন। এবারPD-launcher টি Run As Administrator করুন। রান হবার পর Software টি তে আপনার PD-Proxy VPN Service এর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন।

সব ঠিক থাকলে আপনি ফ্রিতে নেট ব্যবহার করতে পারবেন UDP সার্ভার বিজি থাকলে ICMP ব্যবহার করুন আসুন এবার জেনে নিই কি ভাবে প্রিমিয়াম একাউন্ট পাওয়া যায়- প্রথমে গুগল পেজ rank ১ বা তার অধিক থাকা কোন ব্লগ বা ওয়েবে PD Proxy নিয়ে একটি অর্টিকেল লিখুন কমপক্ষে ১৫০ শব্দে (যে কোন ভাষায় লিখতে পারেন)। [ফেসবুক অথবা টুইটার ব্যাতিত] লেখার মাঝে অবস্যই PD-Proxy এর সরাসরি লিন্ক থাকবে যার শিরোনাম হবে [PD-Proxy VPN Service]। এর পর আপনার লেখা প্রকাশ হওয়া link টি সহ আপনার PD-Proxy Account এর id detail একটি ই-মেইল করবেন নিচের ঠিকানায় এবার তারা আপনার লেখাটি যাচাই করে আপনাকে প্রিমিয়াম একাউন্ট দিবে। আমি গ্রামীনের "P7 প্যাকেজ ৩৩.৩৫ টাকায় ১৫ দিন " ব্যবহার করে আনলিমিটেড নেট চালাচ্ছি,তার মানে আমার মাসে আনলিমিটেড নেটের জন্য খরচ মাত্র৩৩.৩৫+৩৩.৩৫=৬৬টাকা ৭০ পয়সা। অন্য অপারেটরেও মনে হয় কাজ করবে।

ইন্টারনেট যে সিম থেকে ইউজ করবেন ডাটা প্যাক কেনার পর যেন সেই সিমে বেশি টাকা না থাকে তা নিশ্চিন্ত করুন। কারণ টানেলিং ঠিকমত না হলে আপনার ডাটা খরচ হবে এবং ডাটা শেষ হওয়ার পর আপনার ব্যালেন্সের টাকা কেটে নেবে। আসুন সবাই ফ্রী আনলিমিটেড নেট ব্যবহার করে সব অপারেটরকে বাধ্য করি নেটের দাম কমাতে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.