পেছনে কি হয়েছে জানিনা, কি হবার কথা ছিল বা কি পেলাম, কারা এমন করল বা কেন এমন করল, এসব নিয়ে তো অনেক হল। যা হয়েছে হয়েছে, এবার আসুন আবার নতুন করে ভাবি দেশটাকে নিয়ে, ঠিক সেই আগের ১৬ ডিসেম্বর ১৯৭১ এর মত করে। ভাবুন যেন এটাই ৭১ এর ১৬ তারিখ আর আমরা সবাই মুক্তিকামী মানুষ, যুদ্ধ করে সদ্য আনলাম দেশটাকে।
কি কি করবেন আপনি এই বিদ্ধস্ত দেশটাকে নিয়ে। একটা লিস্ট করে যে যার মত করে কাজে লেগে পড়ুন।
যার যার ক্ষেত্রে সর্বচ্চোটা দিন, কৃষকের টা কৃষক, শিক্ষের টা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী সবার টা সবাই মিলে ভালভাবে করে সব ভালোটা একত্র করি। জাপান, মালয়শিয়া পেরেছে আর আমাদেরটা তো কষ্ট করে অর্জন করা, আমাদের জন্য এটা আরও সহজ।
যুদ্ধ যদি করতে পেরেছি তবে উন্নতও হয়েই ছাড়বো। পোশাক শিল্পটা রক্ষা করে এগিয়ে নিয়ে যান, হ্যান্ডি ক্র্যাফট আর দেশীয় পন্যের ব্র্যান্ড গুলো তুলে ধরুন, আউটসোর্সসিংয়ে বিস্ফোরণ ঘটান আর জাকারবার্গের ফেসবুক তো আছেই। গড়ে তুলুন সামাজিক আন্দোলন, তুলে ধরুন সরকারকে, কেউ পার পাবেনা কারন আমরা উন্নত জাতি হতে চলেছি, সব ধরা পরবে আমাদের চোখে, আর এখনকার এসব উদ্ভট কল্পনা হয়ে পরবে নিশ্চিত নিকট ভবিষ্যৎ।
শুধু দরকার সেই মনটা যেটা নিয়ে বেরিয়ে পড়েছিলেন মায়ের শত বাধা উপেক্ষা করে যুদ্ধের মাঠে, আর কিছুই না........
কি, স্বপ্ন দেখিয়ে ফেললাম নাকি?? মাফ করবেন।
শুভ জন্মদিন মা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।