আমাদের কথা খুঁজে নিন

   

সালাম তোমায় হে বীর

আকাশ আমায় শিক্কা দিল উদার হতে ভাইরে। সবার মন যেন হয় আকাশের মত বিশাল। আমার আজকের এই লেখা কোন রাজনৈতিক দলের জন্য নয় ,কোন সাধারন মানুষের জন্য নয় । আমি আমার এই ছোট লেখা উৎসর্গ করলাম ১৯৭১ এর বীর মুক্তিযুদ্ধাদের, যাদের জন্য আজ আমরা স্বাধীন ভাবে বলতে পারি মাগো তোমায় ভালবাসি। আমি এই আশা করি না যে আমার এই লেখা কোন মুক্তিযুদ্ধা পড়বে, কোন শহীদ জননী পড়বে তারপর ও আমি বলি তোমাদের এই ঋণ আমরা শোধ করতে পারবনা।

আমরা রবীঠাকুরের গান শোনেছি 'ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা ' কিন্তু তোমাদের জন্য আমরা পেয়েছি সেই গান শোনার স্বাধীনতা। সালাম সেই মা দের যারা তাদের সন্তানদের বিলিয়ে দিয়েছেন দেশের জন্য । আমার আজ ও মনে পড়ে আনিসুল হকের মা বইতে পড়া জাহানারা ইমামের রুমিকে বলা সেই কথা যা তোকে কুরবান করলাম দেশের নামে। তোমাদের মত মা রা ছিল বলে আজ আমরা স্বাধীন। জাহানারা ইমাম তোমাকে বলি মাগো তুমি এক রুমিকে হারিয়ে ছিলে যুদ্ধে কিন্ত দেখো আজ তোমার লাখো রুমি।

১৯৭১ সালে বাংলাদেশের প্রতেক মানুষ কিছু না কিছু হারিয়েছে। প্রত্যেক পরিবারের অবধান ছিল অসীম যা আমরা আজকের প্রজন্ম শ্রধ্ধা ভরে সরণ করি। আমরা আরো শ্রধ্ধা ভরে সরণ করি আমাদের সকল বিদেশী বন্দুদের যারা আমাদের সাহায্য করেছিল সেই অসময়ে। সবাইকে বিজয় দিবসের শুবেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.