আমাদের কথা খুঁজে নিন

   

জলদি এস...

হারিয়ে যাওয়ার মাঝে ছড়িয়ে আছে এক অদ্ভুত আনন্দ। আমি তাই হারিয়ে যাই। একবার নয় দুবার নয়, আমি বারবার হারিয়ে যাই মানুষের ভিড়ে... প্রিয় জেরী, অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে পাচ্ছি না। শুধু আধঘন্টা আগে একবার তোমাকে টুইটি বার্ডের খাঁচায় দেখেছিলাম। এরপর কোথায় গেলে তুমি ? যাই হোক আসল কথায় আসি।

কিছুক্ষণ আগে আমার ফেসবুক একাউন্টে লগইন করি। সেখানে একটা পেইজে দেখলাম অনেক দারুণভাবে কাবাব বানানোর রেসিপি দেওয়া হয়েছে। ওটার ইমেজ দেখলেই তোমার জ্বিভে জল চলে আসবে। আমি সেটা এখন বানাচ্ছি, কিন্তু ফ্রিজে কোন মাটন পেলাম না। তুমি কি কাবাব হতে আগ্রহী ? অবশ্য কাবাব হতে না চাইলেও সমস্যা নেই।

বাজার থেকে চিনা ইঁদুর নিয়ে আসব। তবুও তোমাকে ছেড়ে একা একা খেতে খারাপ লাগবে। সত্যি বলছি আমি আর তোমাকে তাড়া করব না, প্রমিজ। তোমাকে খাটের নিচে, ড্রয়ারের ভিতরে, সোফার পিছনে, কার্পেটের নিচে সব জায়গায় খুঁজেও পাইনি। দুঃখের কথা হল স্পাইকের ঘরে খুঁজার সময় ও আমাকে ওর হাড্ডি হাতে দেখে ফেলে।

তুমি দ্রুত বেজমেন্টে চলে আসো। আমি এখন সেখানে স্পাইকের তাড়া খেয়ে লুকিয়েছি। ব্যাপার হল স্পাইক ভুল করে(!!) দরজা লক করে চলে গিয়েছে। তাই আমি বাজারে যেতে পারছি না। আমি রান্না বসিয়ে দিয়েছি।

কিন্তু তোমাকে ছাড়া ভাল লাগছে না। তুমি জলদি দরজা খুলে চলে আসো। ইতি তোমার সঙ্গী টমাস পুনশ্চঃ জলদি আসো! এখানে অনেক অন্ধকার। আমার ভয় লাগছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.