সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ প্রিয় ব্লগার বন্ধুরা, যারা নিয়মিত আমার লেখা পড়েন আজকের এই পোস্টটা তাদের জন্যই.............. আপনারা অনেকেই আমার লেখা পছন্দ করেন। অনেকেই আমার লেখা ধারাবাহিক গল্প "ধোঁয়া ধোঁয়া ভালোবাসা" পড়েছেন এবং পরবর্তী সিরিজের অপেক্ষায় আছেন। কিছু ব্যাক্তিগত সমস্যা এবং কাজের চাপের কারনে পরের সিরিজটা পোস্ট করতে আরো দু এক দিন দেরি হতে পারে। একটু বেশি দেরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পরের সিরিজের অপেক্ষায় আছেন। তবে খুব বেশি অপেক্ষায় থাকতে হবে না ইনশাআল্লাহ্.....................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।