আমাদের কথা খুঁজে নিন

   

(বিজয় দিবস স্পেশাল)বাংলাদেশ - মাকসুদ (ফিডব্যাক) লিরিক এবং গিটার কর্ড

A Hero will Rise Up Just In Time বাংলাদেশ মাকসুদ (ফিডব্যাক) অ্যালবাম: প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ G নিজেরই দেশ হতে পারে এই গরিবের দেশ D হতে পারে অবহেলিদের দেশ G তবু যে আমার বাংলাদেশ। G সবুজ দেশে লাল টকটকে সূর্য ওঠে D দোয়েল কোয়েলের গানের সুরে G ভোরে আমার ঘুম ভাঙ্গে। C বাংলাদেশ D মাগো যখন আমি তোমার কোলে C D মনে পড়ে কানে বলেছিলে D G এদেশ তোমারি দেশ, ভালবাসার বাংলাদেশ D G ঘোরের হোক বুকের রক্ত ঢেলে সোনার দেশ D G শত্রুর প্রলোভনে বিকিয়োনা ধরনি কেশ নিজেরই দেশ (সেইম কর্ড ) এ আমার দুখিনী মায়ের দেশ এ আমার নিপীড়িদের দেশ তবু যে আমার বাংলাদেশ পুকুর পাড়ে পদ্মফুল আমি ফুটতে দেখে বিনা তারে শুনি বাউল সুরে ওই ধন্য আমার জন্ম কেশ বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে আগুনে পুড়েছি দুযুগ ধরে এদেশ রক্ত ভেজা অশ্রুভেযা বাংলাদেশ আগলে রেখেছি মাগো শতো লোভে প্রলোভনে আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে। গানের লিংক: http://www.mediafire.com/?edh3awcdld4hjos সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.