আমাদের কথা খুঁজে নিন

   

মেজর হাফিয, মিথ্যা বলতে লজ্জা লাগেনা?

.রাজাকার মুক্ত ব্লগ....ভুলেও ঢুকিস না একটু আগে (১৫ই ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা) শেষ হল, বাঙলা ভিশন এ Fron Line টক শো, উপ্সহিত ছিলেন মেজর হাফিজ, সঞ্চালক ছিলেন, মতিউর রহমান চৌধুরী। সেখানে হাফিয সাহেব সরাসরি বললেন, ৭২ এ বিচার করেনি, ৯৬ এ বিচার করেনি, এখন কিসের জন্য বিচার? বিএনপি জামায়াত জোট ভাংগা ছাড়া আর কোনও কারন নেই। কতবড় মিথ্যুক হলে একজন মুক্তিযোদ্ধা এই কথা বলতে পারেন!!! উনি খুব ভালো করেই জানেন, ৭২ সালেই মুজিব সরকার বিচার শুরু করেছিল। মোট ৮৫০ জনের বেশি যুদ্ধাপরাধী কে বিচারের মাধ্যমে শাস্তি দেয়া হয়। আরও অনেকের বিচার চলছিল।

১৯ জনকে ফাঁসি দেয়া হয়, যাদের মধ্যে কুস্টিয়ার রাজাকার চিকন আলির ফাঁসি কার্যকর করা হয়। বাকি অনেকই অপেক্ষ্মান ছিলেন। কিন্তু জিয়া ক্ষমতায় এসে, সব জেলে থাকা রাজাকার কে বের করে আনে, সমস্ত চলমান কেস বাতিল করে দেয়, নিষিদ্ধ জামায়াতকে রাজনিতির সুযোগ করে দেয়, গো আ কে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসে, সেনাবাহিনি তে ২৫০০ র বেশি সেন্যকে ফাঁসি দেয় যাদের বেশিরভাগ ছিলেন মুক্তিযোদ্ধা। আমরা যারা ৮০ দশকের বা তার পরের দশকে জন্ম, তাদের গত ৩০ বছর ধরে, এই মিথ্যা ইতিহাস গেলানো হয়েছে, এবং মেজর হাফিজ রা এখনও গেলাচ্ছেন। হুমায়ুন আজাদের কালজয়ী মন্তব্য মনে পড়ে যায়, “একবার যে রাজাকার সে সারা জীবনই রাজাকার; কিন্তু একবার যে মুক্তিযোদ্ধা, সে সারাজীবনই মুক্তিযোদ্ধা নয়”।

মেজর হাফিয, অনেক তো হল, আর কত? কত বছরই বা বাচবেন আর? মুসলমান হিসেবে এটুকু তো জানার কথা বছরের পর বছর ধরে বলে যাওয়া মিথ্যা বলার শাস্তি কি? এবার একটু পরকালের কথা ভেবে হলেও, সত্যি গুলা বলে যান। আর যদি এখনো না পারেন, মিথ্যুক হিসেবে নিজেকে ইতিহাসের পাতায় অবস্থানের জন্য প্রস্তুত থাকেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.